ইসলামী ব্যাংক (IBBL) এর দুর্নীতি
বাংলাদেশের বড় একটি প্রতিষ্ঠানের একজন কর্মী ফেইসবুক এবং ইউটিউবের মতন পাব্লিক প্ল্যাটফর্মে একজন ব্যক্তিকে নিয়ে অপমানজনক, আপত্তিজনক এবং অশ্লীল কমেন্ট করেও পার পেয়ে যাবে এমনটি ভাবা যায়? একজন নারীকে রাতে ফোন করে ধমক দিবে, তার করা পোস্টের নীচে আপত্তিজনক পাব্লিক কমেন্ট করবে, এবং সেই প্রতিষ্ঠানটিকে অবগত করার পরেও তারা কোন পদক্ষেপ নিবে না, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সিটি ব্যাংক, ইবিএল, ডিবিবিএল, এসআইবিএল বা ব্র্যাক ব্যাংক এর কোন কর্মচারীর এমন স্পর্ধা যে কখনও হবে না, যদি সেই কর্মী তার চাকুরী রাখতে চায়, তা মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায়। কিন্তু ইসলামী ব্যাংক (IBBL) এর কোন কর্মচারী যদি তাদের ক্লায়েন্ট ছাড়া আর কারো সাথে এমন হয়রানিমূলক এবং অগ্রহণীয় আচরণ করে থাকে তাহলে সে পার পেয়ে যাবে। কারণ তাদের কর্মচারীরা বাহিরে কি করে বা না করে সেটা দেখার বিষয় তাদের নয়। তাহলে ধরে নেয়া যেতে পারে যে, তাদের কোন কর্মচারী যদি কোন নারীকে ধর্ষণও করে, এবং সেই নারী ইসলামী ব্যাংক এর কোন ক্লায়েন্ট না হয়ে থাকেন, ইসলামী ব্যাংক (IBBL) সেই কর্মচারীর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে না। ...