Posts

Showing posts from 2020

সিটি কর্পোরেশনের সারমেয়নীতি

Image
লিখেছেনঃ জিয়াউদ্দীন আহমেদ সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে তারা ঢাকার দক্ষিণ থেকে ৩০ হাজার কুকুর সরিয়ে নেবে।সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের ধারণা হয়েছে, এর মাধ্যমে ঢাকা শহর মানুষের জন্য আরও নিরাপদ ও আরামপ্রদ হয়ে উঠবে।বাংলাদেশের প্রাণি কল্যাণ আইন, ২০১৯ এর ধারা - ৭ মোতাবেক ‘কোনো মালিকবিহীন প্রাণী নিধন বা অপসারণ করা যাবে না’।অনেকে নতুন দায়িত্ব পেয়ে নতুন উদ্যোমে নতুন কাজ করে চমক সৃষ্টি করতে চান।একবার শহর থেকে সব ভিক্ষুক ধরে নিয়ে অন্যত্র পুনর্বাসনের চেষ্টা করা হয়েছিলো; আরেকবার সব হকারদের বিশেষ বিশেষ গলি বা রাস্তায় বন্ধের দিনে ব্যবসা করার অনুমতি দেয়া হয়।কিন্তু ঐ সব তুঘলকি কান্ড ফলপ্রসূ হয়নি।৩০ হাজার কুকুরকে যেখানে স্থানান্তর করা হবে সেখানে খাদ্য না দিলে শত শত মাইল রাস্তা পার হয়ে তারা আবার জনপদেই ফিরে আসবে।কুকুর ধরার সময় কুকুরগুলোর উপর যে মাত্রায় অমানবিকতা ও নির্যাতন করা হবে তাতে কুকুরগুলো হিংস্র হয়ে উঠতে পারে; কোন একটি কুকুরও যদি ধরার সময় কামড় দেয় তখন ফলাও করে তা প্রচার করা হবে এবং কুকুরগুলোকে পিটিয়ে মেরে ফেলার পক্ষে দুরভিসন্ধির লোকগুলো পর্যাপ্ত যুক্তি দাঁড়...